২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
২০২৫ সালের আরবি ক্যালেন্ডারের কোন দিন ইসলামিক ও সরকারি ছুটির দিন ও কোন দিন
গুলো ইবাদত বন্দেগীর দিন এগুলো জানতে চান তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনাদের
জন্য।
আমাদের অনেকেরই বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে ধারণা থাকলো আরবি
ক্যালেন্ডার সম্পর্কে ধারনা নেই। আজ আমরা আপনাদেরকে ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
সম্পর্কে বিস্তারিত জানাবো।
সূচিপত্রঃ ২০২৫ সালের আরবি মাসের ক্যালেন্ডার
- মহররম মাসের ক্যালেন্ডার ২০২৫
- সফর মাসের ক্যালেন্ডার ২০২৫
- রবিউল আউয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫
- রবিউস সানি মাসের ক্যালেন্ডার ২০২৫
- জমাদিউল আউয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫
- জমাদিউজ সানি মাসের ক্যালেন্ডার ২০২৫
- রজব মাসের ক্যালেন্ডার ২০২৫
- শাবান মাসের ক্যালেন্ডার ২০২৫
- রমজান মাসের ক্যালেন্ডার ২০২৫
- শাওয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫
- জ্বিলকদ মাসের ক্যালেন্ডার ২০২৫
- জিলহজ্ব মাসের ক্যালেন্ডার ২০২৫
- ২০২৫ সালের আরবি ক্যালেন্ডারের সরকারি ছুটি সমূহ
- ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার সম্পর্কে লেখকের মন্তব্য
মহররম মাসের ক্যালেন্ডার ২০২৫
মহররম মাসের ক্যালেন্ডার ২০২৫। মহররম মাস হল আরবি ক্যালেন্ডার প্রথম
মাস। ইসলামী নববর্ষের দিন দিয়েই আরবি মাসের শুরু। আর এই মাসটি হলো মহররম মাস।
আরবি বছরের প্রথম মাস মহররম এই মাসটি ইসলামের চারটি প্রধান মাসের মধ্যে অন্যতম
একটি মাস। ইসলামিক হাদিসে মহররম মাসে সকল প্রকার যুদ্ধ নিষিদ্ধ করা হয়।
মহররম অর্থ হচ্ছে পবিত্র। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে এই মাসটি অন্যান্য
মাসের মধ্যে পবিত্র মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তওবার প্রতি বেশি বেশি
উদ্বুদ্ধ করা হয়েছে। এই মাসের ১০ তারিখে পালন করা হয় পবিত্র আশুরা। আশুরা
কে কেন্দ্র করে নফল রোজা ও ইস্তেগফার আমল করার নির্দেশ দেওয়া হয়েছে।
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে রাসূল (সাঃ) বলেছেন এই মহরম
মাসে তোমরা বেশি বেশি নফল রোজা আদায় করো এবং বেশি বেশি ইস্তেগফার পড়া। এই
মাসে ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলরা মুক্তি লাভ করে। আল্লাহ এই মাসে পৃথিবী
সৃষ্টি করেছেন এবং এই মাসেই পৃথিবী ধ্বংস করবেন। মুসমানদের কাছে এই মাসের
গুরুত্ত্ব অনেক।
আরো পড়ুনঃ বাংলা ক্যালেন্ডার ২০২৫
রাসূল (সাঃ) বলেছেন রমজান মাসের পরে যদি কোন মাস থাকে যে মাসে বেশি দোয়া কবুল
হয় এবং ফজিলতপূর্ণ সেটি হচ্ছে মহরম মাস। মহররম মাসে আশুরা এমন একদিন যে
দিনে আল্লাহতালা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্য জাতিগুলো তওবা
কবুল করবে। এইজন্য এই মাসকে ফজিলতপূর্ণ মাস বলা হয়।
সফর মাসের ক্যালেন্ডার ২০২৫
সফর মাসের ক্যালেন্ডার ২০২৫ সম্পর্কে জানব। সফর মাস আরবি
ক্যালেন্ডারের দ্বিতীয় মাস। সফর অর্থ হচ্ছে খালি বা শূন্য। মহররম মাসে
যুদ্ধ বিরোধী থাকায় সফর মাসে আরবেরা দলে দলে যুদ্ধে যেত। যুদ্ধে যাবার ফলে
ঘর খালি হত আর এই কারণেই এই মাসকে সফর মাস বলে অভিহিত করা হয়। অনেকে এই মাসকে
কুসংস্কার মাস বলে জানে।
কিন্তু এটি কোন কুসংস্কারের মানুষ নেই অনেক হাদিসে এ মিথ্যা কুসংস্কার সম্পর্কে
তুলে ধরা হয়েছে। আল্লাহ তায়ালার সকল দিনই পবিত্র এবং ফজিলত পূর্ণ দিন। আল্লাহ
তায়ালার দেওয়া দিন স্থান কাল কর্ম কোনটাকে অমঙ্গল কর বা কুসংস্কার
এগুলো ইসলামে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। সকল দিনকাল মাস ফজিলত পূর্ণ।
মহররম মাসের মত সফর মাসে কোন বিশেষ সালাত বা রোজা কোনোটা করার কথাই বলা নেই।
জাহিলিয়াতের যুগের মানুষ এই মানুষকে অমঙ্গলজনক কিন্তু মহানবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুল ধারণা ভেঙ্গে দেন এবং একে ভিত্তিহীন ও
কুসংস্কার বলে ঘোষণা দেন। কিন্তু অনেকে মিথ্যা হাদিস ভুল হাদিস সম্পর্কে ব্যাখ্যা
করেছেন।
সকল মাস সফর মাস আরবি বছরের দ্বিতীয় মাস। সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার
সম্বা নামে বানাটাকে দিন উদযাপন করা হয়। এটি হাদিসে পুরোপুরিভাবে নিষিদ্ধ। এই
মাসে কোন নির্দিষ্ট দিন নেই যেটি ইসলামের পরিপন্থী দিন। এই মাসের দিনগুলো
অন্যান্য সাধারণ দিনগুলোর মতোই।
রবিউল আউয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫
রবিউল অয়েল মাসের ক্যালেন্ডার ২০২৫ সাল।আরবি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস হচ্ছে
রবিউল আউয়াল মাস। ১২ই রবিউল আউয়াল বলতে ঈদে মিলাদুন্নবী হচ্ছে ৬ সেপ্টেম্বর
২০২৫ সাল।রবিউল আউয়াল হল ইসলামী বর্ষপঞ্জি অন্যতম একটি দিন। এই দিনে নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন।
এই রবিউল আওয়াল মাসে নবী মুহাম্মদ (সঃ) জন্ম গ্রহন করেন এবং এঈ মাসেই
মৃত্যুবরন করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এ মাসে মৃত্যুবরণ করে এবং
হযরত আবু বক্কর খলিফা নিযুক্ত হন।আমরা অনেকেই দিনগুলো সম্পর্কে জানি না বা ধারণা
রাখিনা। এই দিন গুলো সম্পর্কে আমাদের জানতে হবে।
রবিউল আউয়াল অর্থ প্রথম বসন্ত।যা আমরা অনেকেই জানিনা। ২০২৫ সালের আরবি
ক্যালেন্ডারে ইসলামিক সকল বিষয় সম্পর্কে দেয়া আছে।তাই এগুলো জানতে হলে আমাদের
অবশ্যই আরবি ক্যালেন্ডার সম্পর্কে ধারনা থাকতে হবে। আরবি ক্যালেন্ডার সম্পর্কে
ধারনা না থাকলে আমরা ইসলামিক দিনগুলি সম্পর্কে জানতে পারবো না।
রবিউস সানি মাসের ক্যালেন্ডার ২০২৫
রবিউস সানি মাসের ক্যালেন্ডার ২০২৫। রবিউস সানি হল আরবি বছরের চতুর্থ মাস। রবি
উসসানি একে রবিউল আখির ও বলা হয়। রবিউল আউয়াল মাসের জোড়া মাসে এটি। রবি অর্থ
বসন্ত আউয়াল অর্থ প্রথম সানি অর্থ দ্বিতীয় আখির অর্থ শেষ বা অন্য। রবিউস সানি
অর্থ হলো বসন্তকালের দ্বিতীয় মাস বা অন্য বসন্ত।
মহানবী সাঃ আগমনের মাস হিজরতের মাস তিরোধানের জোড়া মাস হিসেবে রবিউস সানি ও
রবিউল আউয়াল অনেক তাৎপর্যপূর্ণ দুটি মাস।রবিউস সানি আরবি মাসের কিছু আমল রয়েছে
যেমন এই মাসের শুক্রবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত নবী করীম সা সোমবার
ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার অমল বেশ করা হয়।
এই মাস বেশি বেশি নফল রোজা রাখলে আল্লাহতালা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে দূরে
রাখবে।২০২৫ সালে আরবি ক্যালেন্ডারে এই দিবসগুলো তুলে ধরা হবে। ক্যালেন্ডার
সম্পর্কে ধারণা থাকলে তাহলে আমরা দিন তারিখ দেখে হাদিসে বর্ণিত আমল গুলো থেকে
বিস্তারিত জেনে আমল করতে সহজ হবে তাই আরবি ক্যালেন্ডার সম্পর্কে আমাদের সবার
ধারণা থাকা উচিত।
জমাদিউল আউয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫
জমাদিউল আউয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫। জমাদিউল আউয়াল মাস আরবি বছরের পঞ্চম
মাস। জমাদিউল আউয়াল আরবি মাসটির শীতকালের দ্বিতীয় মাস। জমাদিউল আউয়াল মাসটি
শীতকালে পড়ে। এই মাসটি ২৯ বা ৩০ দিনে অতিবাহিত হয়। অন্যান্য আরবি মাসগুলোর মত এই
মাসে অনেক ফজিলতপূর্ণ ও তাৎপর্যময়।
জমাদিউল আউয়াল মাসের ৫ জুমাদা আল আউয়াল,জয়নাব বিনতে আলী জন্মগ্রহণ করে। ৮ই
জুমাদা আল আউয়াল, ইউআরএস সাইয়্যেদ আমীর কুলাল মৃত্যুবরণ করেন, ১০জুমাদা আল
আউয়াল ১১ হিজরিতে সুন্নি মুসলিম সূত্র অনুসারে মোহাম্মদ সাঃ এর কন্যা ফাতেমা ২৩
বছর বয়সের মদিনার মৃত্যুবরণ করেন।
ইসলামের সবকিছুই আরবি ক্যালেন্ডারের মাধ্যমে জানা যাবে। মুসলিম পরিবারে অনুসারী
হয়েও অনেকে আরবি ক্যালেন্ডার সম্পর্কে আমরা জানিনা এই সম্পর্কে আমাদের জানতে
হবে। তাই আসছে বছর ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার সম্পর্কে তুলে ধরা হলো। আপনারা
ক্যালেন্ডারটি দেখতে পারেন।
জমাদিউজ সানি মাসের ক্যালেন্ডার ২০২৫
জমাদিউজ সানি মাসের ক্যালেন্ডার ২০২৫। জামাদিউস সানি আরবি বছরের ষষ্ঠ মাস।
জমাদিউল আউয়াল ও জামাদিউস সানি দুটির জোড়া মাস। এই মাছ দুটি উনত্রিশ থেকে ত্রিশ
দিনে হয়ে থাকে।জমাদিউস সানি এর আগের মাস হচ্ছে জমাদিউল আউয়াল। আরবি মাসের এই
দুটি মাসি শীতকালীন মাস। শীতকালীন সময়ে এই মাসের নামকরণ করা হয়ে হয়েছে।
ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন জুমাদা হলো শীতকাল। জমাদিউস সানি আরবি
মাসটি বসন্তের নিকটবর্তী এবং গ্রীষ্মের পূর্ববর্তী কালীন একটি মাস। ইসলামের
অন্যান্য মাসের মতো এই মাসেও নফল ইবাদত নফল রোজা কোরআন তেলাওয়াত জিকির-আজকার
দোয়াদের অনেক মূল্য রয়েছে।
তাই মাসের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ তথা তাহাজ্জুদ, ইশরাক
চাশতইত্যাদি নফল নামাজ আদায় করা কাজা রোজা থাকলে তা পূরণ করা আদায় করা উত্তম।
এই মাসে আলাদা করে কোনদিন বা দিবসের ঘোষণা করা হয়নি বা আলাদা করে কোন ফজিলতপূর্ণ
আমলের কথা বলা হয়নি।
রজব মাসের ক্যালেন্ডার ২০২৫
রজব মাসের ক্যালেন্ডার ২০২৫। রজব মাস আরবি বছরের সপ্তম মাস।পবিত্র কোরআনে যে
চারটি মাসকেপবিত্র ও সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে সেই চারটি মাস হল
রজব,জ্বিলহজ,জ্বিলকদ ও মহররম মাস। রজব শব্দের অর্থ হলো সম্মানিত আর রজব মাস
আল্লাহ তায়ালা বিশেষ অনুগ্রহের মাস।
রজব মাসে বিশেষভাবে ১০ থেকে ১২ রাকাত নফল নামাজ আদায় করার কথা হাদিসে রয়েছে। এই
নামাজের মধ্যে দিয়ে আল্লাহতালার কাছে জান্নাত লাভের পথ সুগম হবে ও জাহান্নামের
আগুন থেকে মুক্তি হবে। মূলত রজব মাস থেকে শুরু হয় রমজান মাসের প্রস্তুতি। হাদিসে
বলা হয়েছে রজব মাস যখন শুরু হয় তখন হযরত মুহাম্মদ (সাঃ) দুহাত তুলে আল্লাহর
কাছে দোয়া করতেন এবং তার সাহাবীদের দোয়া পড়তে বলতেন,
(আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবও ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরির রামাদান)
অর্থাৎ এর অর্থ হল হে আল্লাহ!তুমি আমাদের রজব ও শাবান মাসের বরকত দাও এবং
আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই মাধ্যমে বোঝা যায় রজব মাস মুসলমানদের জন্য
অত্যন্ত সম্মানিত একটি মাস।
শাবান মাসের ক্যালেন্ডার ২০২৫
শাবান মাসের ক্যালেন্ডার ২০২৫। শাবান মাস আরবি বছরের অষ্টম তম মাস। শাবান মাসি
কতদের জন্য গুরুত্বপূর্ণ সময়। শাবান অর্থ বিস্তৃত হওয়া বা ছড়িয়ে পড়া। এই মাসে
বেশি বেশি নফল রোজার নফল নামাজ কোরআন তিলাওয়াত করা উত্তম। শাবান মাসে বেশি বেশি
দরুদ শরীফ পড়া জিকির আজকার করা তাজবিহ তাহলিল,দোয়া কালাম, দান সাদকা খায়রাত
করা উত্তম।
ওমরা হজ ইত্যাদির মাধ্যমে এ মাস কে সার্থক ও সাফল্যময় করা যায়। শাবান মাসে একটি
গুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেটি হচ্ছে শব-ই-বরাত। ১৪ সাবান দিবাগত ১৫ তারিখের
রাতকে শবে বরাত বলা হয়।শবে বরাত রাতের ফজিলত অনেক। শবে বরাত রাত্রে মুসলমান গননা
সারারাত জেগে ইবাদত বন্দেগী করে।
এই রাতের নফল ইবাদতের মাধ্যমে আল্লাহতালার কাছে মুসলমানগণ তাদের ক্ষমা প্রার্থনা
পেশ করে। এই রাত্রে নফল নামাজের সাথে তাহাজ্জুদ নামাজ ও বেশি বেশি জিকিরআজগার
করার কথা বলা হয়েছে। শবে-ই-বরাত এর ১৫ দিন পরেই আসে আল্লাহর দেয়া রহমতের মাস ও
ক্ষমার মাস রমজান মানুষ। এই সমস্ত বিষয়ে আরবি ক্যালেন্ডার উল্লেখ করা আছে।
রমজান মাসের ক্যালেন্ডার ২০২৫
রমজান মাসের ক্যালেন্ডার ২০২৫। রমজান মাস হল আরবি বছরের নবম তম মাস। আল্লাহতালার
দেয়া নিয়ামত পূর্ণ মাস গুলোর মধ্যে অন্যতম মাস হচ্ছে রমজান মাস। রমজান অর্থ
হচ্ছে বিরত থাকা। মাস ২৯ থেকে ৩০ দিনের হয়ে থাকে। রমজান মাসে রোজা করা ফরজ। এই
রোজা প্রত্যেক মুসলিম মানুষের উপর আল্লাহতালা ফরজ করে দিয়েছে।
রমজান অর্থ হচ্ছে বিরত থাকা। এ অর্থের মধ্যে রমজান মাসের মহত্ব লুকিয়ে আছে।
রমজান মাস হল সকল প্রকার খারাপ চিন্তা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এবং
সুবহে সাদিকের পর থেকে সূর্য অস্তের পর্যন্ত পানাহার থেকে বিরত রেখে আল্লাহর
সন্তুষ্টি অর্জন করা এবং নিজের মধ্যে ঈমান আনা। এটাই হচ্ছে রমজান মাসের মূল
বিষয়।
রমজান মাসে শেষ ১০ টি রাতের যে কয়েকটি বেজোড়া রাত ওই রাতগুলোকে আল্লাহতালা অধিক
মর্যাদা ও ফজিলত পূর্ণ করে দিয়েছে। বিজয় রাতগুলোতে অধিক পরিমাণে নফল নামাজ ও
বেশি বেশি দোয়া কালাম আমলের মাধ্যমে আল্লাহতালার কাছে বান্দা তার জীবনের সমস্ত
গুনাহ মাফের জন্য ফরিয়াদ করবে। আর এই আমলের মাধ্যমে বান্দা জান্নাত লাভ করবে।
রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে যে বিজয় রাত গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হবে
কদরের রাত। কদরের রাত এমন একটি মহিমান্বিত রাত বা সম্মানিত রাত যা হাজার মাস থেকে
উত্তম। এজন্য রমজান মাসকে সম্মানিত ও ত্যাগের মাস বলে অভিহিত করা হয়।
শাওয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫
শাওয়াল মাসের ক্যালেন্ডার ২০২৫। শাওয়াল মাস আরবি ক্যালেন্ডারের দশম তম মাস।
রমজান মাসের পরেই শহর মাস আসে।এই মাসে খুশির বার্তা নিয়ে আসে। রমজানের ৩০ দিন
অতিবাহিত হওয়ার পরে সারা মুসলিম উম্মাহর মানুষ ঈদুল ফিতর উদযাপন করেন। শাওয়ালের
প্রথম দিনটি ঈদুল ফিতর হিসাবে উদযাপিত হয়।
ঈদুল ফিতর মুসলিম জাতির একটি অন্যতম ও খুশির দিন। এই দিনে মুসলিম জাতির সবাই
তাদের সকল হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সাথে মিলে যায়। শাওয়াল অর্থ হচ্ছে উঠানো
বা বহন করা। সাধারণত জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াকে বুঝায়।
শাওয়াল মাসের আমল তাকওয়াকে শানিত করে।
হাদিসে আছে রমজান মাসের ৩০ টি রোজা পালন করা ফরজ। এবং শাওয়াল মাসের ছয়টি রোজা
রাখা সুন্নত। শাওয়াল মাসের এই ছয়টি রোজাকে রমজান মাসের রোজার সাক্ষী রোজা বা
নফল রোজা বলা হয়। শাওয়াল মাসের ছয়টি অতিরিক্ত রোজা মাধ্যমে আল্লাহর কাছে নেকি
আদায় করা হয়।
জ্বিলকদ মাসের ক্যালেন্ডার ২০২৫
জ্বিলকদ মাসের ক্যালেন্ডার ২০২৫।জ্বিলকদ মাস হল আরবি ক্যালেন্ডারের এগারো তম মাস।
জিলকদ মাসের প্রকৃত আরবি নাম জিলকাআদাহ। জিলকদ অর্থ হলো স্থির হওয়া বা বিশ্রাম।
জিলকদ মাসের আগের মাসগুলো হলো রজব,শাবান,রমজান ও শাওয়াল ধারাবাহিকভাবে এই চারটি
মাস ইবাদতের ব্যস্ততম মাস।
এই মাসগুলোতে অধিক পরিমাণে ফরজ আমল গুলোর সাথে সাথে নফল আমল বেশি বেশি করার
নির্দেশ দেয়া হয়েছে। এই মাসগুলোতে আল্লাহ প্রেমি বান্দারা ইবাদতে অধিক মগ্ন
থাকে।তাই এই চারটি মাসকে ব্যস্ততম মাস বলা হয়। এর পরের মাসই হচ্ছে জ্বিলকদ
মাস।জিলকত অর্থ হচ্ছে বিশ্রাম।
জ্বিলকত মাসে নির্দিষ্ট কোন ফরজ ( দৈনন্দিন ৫ ওয়াক্ত ফরজ নামাজ ব্যতীত) ওয়াজিব
সুন্নাতে মুকাদ্দাহ ও নফল ইবাদত না থাকায় এই মাস জিলকদ বা বিশ্রামের মাস বলে
হাদিসে বর্ণিত আছে। এইজন্য জ্বিলকদ মাসকে বিশ্রামের মাস বলা হয়। এই মাসে
মুসলমানরা হজ্জ করার জন্য মক্কায় যান।
জিলহজ্ব মাসের ক্যালেন্ডার ২০২৫
জিলহজ্ব মাসের ক্যালেন্ডার ২০২৫।জিলহজ্জ মাস আরবি বছরের ও আরবি ক্যালেন্ডার
সর্বশেষ মাস। জিলহজ মাস আরবি সম্মানিত চারটি মাসের মধ্যে আরেকটি মাস। জিলহজ্ব
মাসের প্রথম দশ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণময় ও ফজিলতপূর্ণ। জিলহজ মাসে প্রথম ১০
দিন নফল রোজা রাখা তসবি তেলাওয়াত করা জিকির আজকার করা অধিক উত্তম।
জিলহজ মাসের প্রথম দশদিন অধিক মর্যাদা পূর্ণ। এই দিনগুলোর মর্যাদা বুঝাতে
আল্লাহতালা নিজে এই দিনগুলোর কসম খেয়েছে, তিনি বলেছেন শপথ প্রভাতের শপথ এই দশ
রাতের।আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস ১২টি। এর মধ্যে চারটি মাস
সম্মানিত। এই চারটি মাস হল জিলকদ জিলহজ মহররম ও রজব মাস।
হাদিসে আছে জিলহজ মাসের প্রথম ১০দিনের নেক আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম
নয়।জিলকদ মাসের সর্বশ্রেষ্ঠ আমল হল হজ ও ওমরা পালন করা। জিলকদ মাসের প্রথম ১০
দিনের দিন ঈদ-উল-আযহা উদযাপিত হয়।যারা সামর্থ্যবান আছেন তারা পশু কোরবানির মধ্য
দিয়ে ঈদুল আযহা উদযাপন করবে।
২০২৫ সালের আরবি ক্যালেন্ডারের সরকারি ছুটি সমূহ
২০২৫ সালের আরবি ক্যালেন্ডারের সরকারি ছুটি সমূহ নিয়ে আলোচনা করা হলো। সকলের
সুবিধার্তে এবং অতি সহজে যাতে আরবি ক্যালেন্ডারের সরকারি ছুটি গুলো বুজতে পারা
যায় এই জন্য নিম্নে আরবি ক্যালেন্ডারের সরকারি ছুটি গুলো তুলে ধরা হলো।
তারিখ | দিন | ছুটি |
---|---|---|
১৪ ফেব্রুয়ারি | শুক্রবার | শব-ই-বরাত |
২৭ মার্চ | বৃহস্পতিবার | শব-ই-কদর |
২৮ মার্চ | শুক্রবার | জুমাতুল বিদা |
৩১ মার্চ | সোমবার | ঈদুল ফিতর |
১ এপ্রিল | মঙ্গলবার | ঈদুল ফিতর |
২ এপ্রিল | বুধবার | ঈদুল ফিতর |
৬ জুন | শুক্রবার | ঈদুল আযহা |
৭ জুন | শনিবার | ঈদুল আযহা |
৮ জুন | রবিবার | ঈদুল আযহা |
৬ জুলাই | রবিবার | আশুরা |
৫ সেপ্টেম্বর | শুক্রবার | ঈদে মিলাদুন্নবী |
২০২৫ সালের আরবি ক্যালেন্ডার সম্পর্কে লেখকের মন্তব্য
আরবি ক্যালেন্ডার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় পাঠক আশা
করছি এতক্ষণ পর্যন্ত আপনারা আমার এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন। আশা করি
এই আরবি ক্যালেন্ডার সম্পর্কে আপনারা যথেষ্ট ধারণা পেয়েছেন। আমার এই পোস্টটি যদি
আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।
আজকে এ পর্যন্তই আগামী দিন অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।ধন্যবাদ
সবাইকে।
রিজু ওয়েবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url