মুলতানি মাটি ত্বকের ব্যবহারের জন্য আমরা অনেকেই এই মুলতানি মাটি ব্যবহার করে
থাকি। কিন্তু আমরা অনেকেই জানিনা মুলতানি মাটি কোন ধরনের ত্বকে ব্যবহার করা
যাবে আর কোন ধরনের ত্বকে ব্যবহার করা যাবে না বা ক্ষতিকর।
মুলতানি মাটির উপকারিতা পেতে হলে এর জন্য মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম
সঠিকভাবে জানতে হবে। আজ আমরা আপনাদের মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম জানাবো।
সূচিপত্রঃ মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম সম্পর্কে জানুন।
মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায় হল, মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য
অনেক উপকার করে। আমাদের অনেকের ত্বকে কালো ছোপ ছোপ দাগ ট্যান ইত্যাদি
পড়ে গেছে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আপনি মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করতে
পারেন। মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে ব্যবহার করলে মুখ হবে
টানটান উজ্জ্বল এবং নরম ও কোমর।
মুলতানি মাটি দিয়ে ফর্সা হতে চাইলে আমরা কয়েকটি নিয়মে ফেসপ্যাক ব্যবহার করতে
পারি। ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম হলো একটি
চামচের করে ১ চামচ মুলতানি মাটি,১ চামচ মধু, ১ চামচ অলিভ অয়েল চামচ ও ১ চামচ
হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে আপনার ফেসে লাগিয়ে নিন ও শুকিয়ে গেলে নরমাল
ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
তারপর দেখুন আপনার ত্বক কতটা ফর্সা ও কতটা নরম ও কোমল দেখাচ্ছে। এই
ফেসপ্যাকটি যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে পারেন তাহলে আপনার
ত্বকের সকল দাগ সব দূর করে আপনার ত্বকে করবে আরো উজ্জ্বল।
এই ফেসপ্যাকে রয়েছে প্রাকৃতিক উপাদান। যার কারণে আপনার করবে আরো
মসৃণ।
মুলতানি মাটির সাথে আরও কিছু উপাদান একসাথে করে মিশিয়ে আপনার ফেসের লাগাতে
পারেন। যেমনঃ মুলতানি মাটির সাথে হলুদ, দুধ, টমেটো, মধু,
চন্দন, গোলাপজল, ইত্যাদি উপকরণ। এইসব উপকরণ মুলতানি মাটির সাথে মিশিয়ে
ফেসপ্যাক তৈরি করে আপনার ফেসে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ত্বক
উজ্জ্বল ও ফর্সা দেখাবে।
মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম
মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করা যায়। ব্রণ আমাদের ত্বকে অসুন্দর্য বানিয়ে
দেয়। আমরা সবাই চাই ব্রণ মুক্ত ত্বক। ত্বক সুন্দর না থাকলে আমাদের কারোরই
ভালো লাগেনা। এই জন্য আমাদের ফেস সব সময় ব্রণ মুক্ত দেখতে চাই আমরা। ব্রণ
মুক্ত ত্বক রাখার জন্য আমরা আমাদের ফেসে অনেক ধরনের ফেসপ্যাক লাগিয়ে থাকি।
এমনকি মেডিসিনের লাগিয়ে থাকি।
কিন্তু কিছুতেই কোনভাবে ব্রণ দূর করতে পারিনা। কারণ ব্রণ থাকে এক ধরনের
ব্যাকটেরিয়া।যা সহজেই সারে না। ব্রণ দূর করতে মুলতানি মাটির ব্যবহার অন্যতম।
মুলতানি মাটি আরো কিছু উপকরণ মিশিয়ে যদি আমরা ফেসপ্যাক লাগাতে পারি তাহলে সহজে
ব্রণ দূর হয়ে যাবে। ব্রণ দূর করতে মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম হল।
এক চামচ মুলতানি মাটির সাথে এক চামচ টক দই ও এক চামচ লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক
বানিয়ে ত্বকে ব্যবহার করলে ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। আরেকটি উপায়ে হল এক
চামচ মুলতানি মাটির সাথে এক চামচ এলোভেরা জেল লাগানো যায়।এক চামচ মুলতানি মাটি এক চামচ নিম পাতার গুঁড়া ও পরিমাণ মতো টোনার দিয়ে
মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্রণে লাগাতে পারেন।
এভাবে আপনারা ফেসপ্যাক ব্যবহার করে ব্রণ দূর করতে পারেন। শুধু মেয়েদেরই হয় না
এবং মেয়েদেরই সুন্দর্য নষ্ট করে না। ব্রণ ছেলেদেরও হয়। বয়ঃসন্ধিকালে ব্রণ
বেশি দেখা যায়। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়। তাই ব্রণ দূর করার জন্য আমার বলা
ফেসপ্যাকগুলো নিজে তৈরি করে লাগাতে পারেন।
মুলতানি মাটি ও গোলাপজলের ব্যবহার
মুলতানি মাটি ও গোলাপজল ব্যবহার করেন ত্বকের সুন্দর্যতা বাড়ানো যায়। আমরা
প্রত্যেক মেয়েরাই তোকের সৌন্দর্যতা বাড়ানোর জন্য নানা ধরনের জিনিস ব্যবহার
করি। যাতে আমাদের সুন্দর লাগে। তাই সৌন্দর্য বাড়াতে মুলতানি মাটির ব্যবহার
অপরিহার্য।মুলতানি মাটিতে আছে সিলিকন, আইরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম
সিলিকেট।
যা আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে কার্যকরী। তৈলাক্তা মুখে ব্রণ এবং
ব্ল্যাকহেডস তৈরি হয়। ফলে ত্বককে কাজে দেখা যায়। মুলতানি মাটি যেহেতু
অনেকগুলো উপাদান আছে। এবং এই উপাদান গুলো তৈলাক্ততা ভাব দূর করে তাই ত্বক লাগে
আরো উজ্জ্বল ও ফর্সা।
মুলতানি মাটির ও গোলাপ জলের ব্যবহার বিধিঃ
মুখের তৈলাকতা দূর করতে মুলতানি মাটি, গোলাপ জল পরিমান মত, এক চামচ লেবুর
রস, একটি ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করা যায়।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১ চামচ মুলতানি মাটি, গোলাপজল ১ চামচ ও ও এক চামচ
এলোভেরা মিশিয়ে ত্বকের ত্বকে ব্যবহার করা যায়।
ব্রণ দূর করতে এক চামচ মুলতানি মাটি এক চামচ নিম পাতার গুড়া এক চামচ লবঙ্গ
ও পরিমান মত কর্পূর এবং গোলাপজল পরিমাণ মতো মিশিয়ে ত্বকে ব্যবহার করা
যায়।
চুলে মুলতানি মাটির ব্যবহার
মুলতানি মাটির ফেসপ্যাক
মুলতানি মাটির ফেসপ্যাকের মাধ্যমে ত্বকের নানা সমস্যা সমাধান করা যায়। তোক
ভালো রাখতে মুলতানি মাটির ফেসপ্যাক এর জুড়ি নেই। মুলতানি মাটি দিয়ে কি ধরনের
ফেসপ্যাক বানানো যায় সেই পদ্ধতি এবং এই ফেসপ্যাক ত্বকের কি সমস্যা দূর করে এই
সম্পর্কে আপনাদেরকে জানাবো।
মুলতানি মাটি, টমেটো রস, লেবুর রস, শসার রস একসাথে মিশিয়ে প্যাক বানিয়ে
ব্যবহার করলে স্কিন খুব ভালো পরিষ্কার হয়। এটি ত্বকের খুব ভালো ক্লিনজার
হিসাবে কাজ করে। এটি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে আপনার
ত্বক ভেতর থেকে ক্লিন হয়ে যাবে।
এক চামচ মুলতানি মাটি এক চামচ হলুদের গুড়া এক চামচ অ্যালোভেরা ও গোলাপজল
মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। এতে আপনার ত্বকের উজ্জ্বলতা
বাড়বে।
মুলতানি মাটি দুই চামচ এক চামচ এলোভেরা জেল এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন
এরপর এই প্যাক মুখে গলায় ২০ মিনিট লাগে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে
আপনার ত্বকের কাছে এবং সব সমস্যার সমাধান করবে।
এক চামচ মুলতানি মাটি এক চামচ বেসন এক চামচ চালের গুড়া ও একটি টমেটো পেস্ট
দিয়ে মিশিয়ে নিয়ে ত্বকে লাগালে ত্বকের সকল প্রকার তৈলাক্ত ভাব দূর হয়ে
যাবে।
এই ভাবে মুলতানি মাটি দিয়ে প্যাক বানিয়ে আপনি নিজেই বসে আপনার ত্বকের যাবতীয়
সমস্যার সমাধান করতে পারেন।
মুলতানি মাটি চেনার উপায়
মুলতানি মাটি চেনার উপায় সম্পর্কে আমরা জানব। মুলতানি মাটি নিয়ে আমরা অনেক
কিছুই জেনেছি। আমাদের ত্বকের সব ধরনের কাজে আমরা মুলতানি মাটি ব্যবহার করে
থাকি। কিন্তু এই মুলতানি মাটি আসল মুলতানি মাটি কিনা এটা আমরা সবাই চিনি না।
আসুন আজকে আসল মুলতানি মাটির চেনার উপায় গুলো বলবো।
আসল মুলতানি মাটির টেক্সচার মিশ্রণ ও নরম হয়ে থাকে। এই মুলতানি মাটি অনেক
সফট এর মধ্যে কোন গুড়া থাকবে না।আসল মুলতানি মাটির রং হালকা বাদাম এবার
সোনালী রংয়ের হয়। কিছু মুলতানি মাটির রং কালো বার রঙিন হয়ে থাকে।
আপনি যদি মুলতানি মাটি চিনতে না পারেন তাহলে আসল মুলতানি মাটি চেনার জন্য
মুলতানি মাটির রং ও বন্ধ পরীক্ষা করতে পারেন। এভাবে আসল মুলতানি মাটি চেনা
যায়।
মুলতানি মাটির রং যদি সোনালী বাদাম বা কালো এগুলোর চাইতে বেশি রঙিন হয়
তাহলে সেটি আসল মুলতানি মাটির নয়।
মুলতানি মাটি আসলটি চেনার আরেকটি উপায় হল। যদি আসল মুলতানি মাটি হয় তাহলে
সেটি পানি দিয়ে মিশালে মাটি টি সুন্দরভাবে প্যাকে পরিণত হবে বা পেস্টে
পরিণত হবে।
মুলতানি মাটি মুখে দেয়ার পর সেটি যদি আপনার মুখ জ্বালা পড়ার কারণ হয়
তাহলে বুঝতে হবে সেটা আসর মুলতানি মাটির নয়।
মুলতানি মাটি মুখে দেয়ার পরে যদি আপনার মুখ চুলকায় তাহলে বুঝতে হবে সেটি
আসল মুলতানি মাটি নয়।
চুলে মুলতানি মাটির ব্যবহার
চুলের মুলতানি মাটির ব্যবহার বিধি সম্পর্কে আপনি কি জানেন? আমরা সবাই চুলের
যত্নে অনেক কিছু ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এটা কি জানি ত্বক ছাড়াও
মুলতানি মাটি চুলেও ব্যবহার করা যায়। প্রিয় পাঠক আপনি কি জানেন? চলুন আজকে
চুলে মুলতানি মাটির ব্যবহার বিধি জানাবো।
মুলতানি মাটি অতিরিক্ত চুল পড়া বন্ধ করে
মুলতানি মাটি টক দই ও গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে এটি পেস্ট করে আপনি
আপনার চুলের গোড়ায় লাগালে চুল পড়া বন্ধ বন্ধ হবে। এই প্যাক আপনি ভালোভাবে
চুলে লাগিয়ে শুকিয়ে এলে শ্যাম্পু করে ধুয়ে নিবেন।
চুল লম্বা করতে সাহায্য করে
আপনি প্রতিদিন গোসল করার আগে অ্যালোভেরা জেল লেবুর রস এবং মুলতানি মাটি
একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে শুকিয়ে এলে শ্যাম্পু করে
ধুয়ে ফেলুন। রেগুলার এটি করলে আপনি নিশ্চিত একটা ফল পাবেন চুল লম্বা
হওয়ার।
চুলের আগা ফাটা কমাতে সাহায্য করে
মুলতানি মাটি চুলের আগা ফাটা কমাতে সাহায্য করে। আমাদের অনেকেরই চুলের আগা
ফেটে যায় এবং এর কারণে চুল আর বড় হতে চায় না। এই সমস্যা থেকে বাঁচার
জন্য আপনি টক দই ও মুলতানি মাটি একসাথে মিক্স করে ব্যবহার করতে পারেন।
চুলকে সিল্কি করে
আমাদের অনেকেরই চুল রুক্ষ এবং শুষ্ক। আর এই রুক্ষ ও শুষ্ক চুলকে সিল্কি ভাব
আনার জন্য আপনি মুলতানি মাটি ও লেবুর রস একসাথে মিশিয়ে মাথায় লাগিয়ে আধা
ঘন্টা রেখে তারপর শুকিয়ে এলে শ্যাম্পু করে নেবেন। এতে আপনার চুলের রুক্ষতা
কমবে এবং চুল সিল্কি হবে।
চুলে খুশকি কমায়
চুলে খুশকি কমানোর জন্য এক চামচ মেথি পেস্ট ও লেবুর রস এবং পরিমাণ মতো
মুলতানি মাটি মিশিয়ে পেস্ট করে চুলের গোড়াই ব্যবহার করতে হবে। এবং
শুকিয়ে এলে ভালোভাবে চুল পরিষ্কার করে নিতে হবে।
মাথার ত্বকের তৈলাক্ততা দূর করে
চুল ভালো রাখার জন্য অবশ্যই মাথার ত্বকের তৈলাক্ততা দূর করতে হবে খুশকি দূর
করতে হবে। আর এর জন্য দরকার মুলতানি মাটি রিঠা ফলের গুড়া ও পরিমাণমতো
পানি। এই তিনটে একসাথে মিক্স করে মাথায় ঘন্টাখানেকের মতো রেখে তারপর
শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটির উপকারিতা
মুলতানি মাটির উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না।মুলতানি মাটির
গুনাগুন এতটাই বেশি যে আমাদের ত্বকের সব ধরনের কাজ করে। রূপচর্চা যদি
প্রাকৃতিক উপায় করতে চাই তাহলে মুলতানি মাটি ব্যবহারকরতে পারি। প্রাচীন
থেকে আধুনিক যুগ পর্যন্ত মুলতানি মাটির ব্যবহার অন্যতম। নিম্নে মুলতানি
মাটির উপকারিতা আলোচনা করা হলো
মুলতানি মাটি ত্বককে তৈলাক্তমুক্ত রাখে।
মুলতানি মাটি ত্বকের শুষ্ক ভাব দূর করে।
মুলতানি মাটি চোখের নিচের বলিরেখা দূর করে।
মুলতানি মাটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে ফর্সা করে।
মুলতানি মাটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে।
মুলতানি মাটির ফেসপ্যাক ত্বকের ট্যান দূর করে।
মুলতানি মাটির প্যাক তৈরি করে তোকে লাগালে ত্বকের ব্রণ দূর হয়ে যায়।
মুলতানি মাটি ত্বকের ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে।
মুলতানি মাটি দুধের সঙ্গে মিক্স করে কোন কাটা জায়গায় লাগালে সেটি
অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।
মুলতানি মাটি ও পানি মিশিয়ে শরীরের যে অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়
সেখানে লাগালে রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।
মুলতানি মাটির সঙ্গে চন্দনের গুড়ার পেস্ট ছাড়া শরীরের রাগালে শরীরের
সকল দাগ দূর হয়ে যায়।
মুলতানি মাটির ফেসপ্যাক ত্বকের স্ক্রাবিং এর কাজ করে এবং এর ফলে ত্বকের
মরা কোষ গুলো দূর হয়ে যায়।
মুলতানি মাটির অপকারিতা
মুলতানি মাটির অপকারিতা ও উপকারিতা দুটোই আছে। মুলতানি মাটি আমাদের ত্বকের
জন্য উপকার করে এটা আমরা সবাই জানি। কিন্তু মুলতানি মাটি অতিরিক্ত
ব্যবহারের ফলে ত্বকের ক্ষতি করতে পারে। মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম
সঠিকভাবে জানা না থাকলে এটি ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। চলুন
মুলতানি মাটি অপকারিতা জেনে নেই
শুষ্ক ত্বকের জন্য ক্ষতিকর
মুলতানি মাটি যাদের শুষ্ক ত্বক তাদের জন্য ক্ষতিকারক। কারণ মুলতানি মাটি
গরম প্রকৃতির।তাই শুষ্ক ত্বকের মানুষের জন্য মুলতানি মাটি বেশি ব্যবহার করা
উচিত না। মুলতানি মাটি তৈলাক্ত ও স্বাভাবিক ত্বকের মানুষেরাই বেশি ব্যবহার
করে কারণ তাদের ত্বকের জন্য মুলতানি মাটি উপযোগী।
প্রতিদিন ব্যবহার করা ক্ষতিকর
মুলতানি মাটি প্রায় সবাই ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা মসৃণ এবং সৌন্দর্য
বাড়াতে। কিন্তু এই মুলতানি মাটি রোজ ব্যবহার করা যাবে না। সপ্তাহে দুই
দিনের বেশি ব্যবহার করলে এটি যেকোনো ধরনের ত্বকের জন্য ক্ষতি বয়ে নিয়ে
আসবে।
এলার্জির দেখা দেয়
মুলতানি মাটি অতিরিক্ত হাড়ে ব্যবহার করলে শরীরে এলার্জি দেখা দেয়। তাই
অতিরিক্ত মুলতানি মাটির ব্যবহার করা যাবে না এতে ক্ষতি হতে পারে।
সংবেদনশীল ত্বক
মুলতানি মাটি সংবেদনশীল তোকে ব্যবহার করা উচিত নয় কারণ সংবেদনশীল ত্বকের
ব্যবহার করলে ত্বকের বিভিন্ন ধরনের ফুসকুড়ি উড়তে পারে। এতে ত্বক লালচে
ভাব ও জ্বালাপোড়া করতে পারে।এই জন্য মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম জানা
উচিত।
মুলতানি মাটির দাম
মুলতানি মাটির দাম জানতে হলে আপনাকে আসল মুলতানি মাটি চিন্তা হবে। মুলতানি
মাটি অনেক গুণাগুণ রয়েছে। মুলতানি মাটি আমাদের ত্বকের নানা সমস্যার সমাধান
করে। মুলতানি মাটি সর্বপ্রথম পাকিস্তানের মুলতান শহর থেকে আসে। এর বাজার
চাহিদা অনেক। তাই কিছু অসাধু ব্যবসায়ীরা মুলতানি মাটির দাম বেশি নেই।
আবার অনেক অসাধু ব্যবসায়ীরা মুলতানি মাটির সঙ্গে বিভিন্ন রাসায়নিক জিনিস
মিশিয়ে নকল মুলতানি কে আসল মুলতানি হিসেবে বিক্রি করে আসল মুলতানি মাটির
দাম নিয়ে নেয়। তাই অবশ্যই এই সব অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে না কিনে
স্বনামধন্য কসমেটিকের দোকান থেকে মুলতানি মাটি কিনলে আপনি ঠকবেন না।
পরিমাণ এবং প্যাকিং এর ওপর মুলতানি মাটির দাম আলাদা আলাদা হয়। এবং বিভিন্ন
কোম্পানির বিভিন্ন ধরনের প্যাকেট অনুযায়ী দাম আলাদা হয়ে থাকে। ১০০গ্রাম
মুলতানি মাটির দাম ৬০ থেকে ৭০ টাকা। আবার আপনি পাইকারিভাবে ও কিনতে পারেন।
পাইকারি ভাবে কিনলে 40 থেকে 50 টাকার মধ্যে মুলতানি মাটির কিনতে পারবেন।
মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম সম্পর্কে লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকে আমরা আপনাদেরকে মুলতানি মাটি ব্যবহার করার নিয়ম উপকারিতা
ও অপকারিতা মুলতানি মাটির দাম চেনার উপায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত
জানালাম। আশা করি আপনি আমার এই আর্টিকেল থেকে মুলতানি মাটির সঠিক ব্যবহার
বিধি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি এই পোস্টটি পড়ে আপনি
উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের কাছে আমার ওয়েবসাইটের লিংক
শেয়ার করে দিবেন। এরকম আরো প্রয়োজনীয় বিষয় নিয়ে জানতে চাইলে আমাকে
কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।
রিজু ওয়েবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url