২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা - হ্যাপি নিউ ইয়ার
২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা নিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি আপনাদের মাঝে ২০২৫ ইংরেজি নতুন বছর হ্যাপি নিউ ইয়ার এর সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে চটপট আমার এই আর্টিকেলটি পড়ুন।কিভাবে আপনি আপনার ২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করবেন এবং নতুন বছর উদযাপন করবেন সে বিষয়ে পরিকল্পনা করুন।
সূচিপত্রঃ ২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা - হ্যাপি নিউ ইয়ারের আলোচনা
২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা
আসছে ২০২৫ ইংরেজির নতুন বছর। ইংরেজির প্রথম মাস হচ্ছে জানুয়ারি। আর এ জানুয়ারি মাস খুব শীঘ্রই এসে যাবে আমাদের মধ্যে। এখন থেকে আমরা সেই অপেক্ষায় প্রহর গুনছি। জানুয়ারি মাসের প্রথম দিনটি বাংলা সহ পৃথিবীর প্রত্যেকটি দেশে হ্যাপি নিউ ইয়ার হিসাবে উদযাপন করে। বিশ্বজুড়ে এই দিনটি নিয়ে মাতামাতি রয়েছে। আমরা প্রত্যেকেই এই দিনটির জন্য অপেক্ষা করি।
হ্যাপি নিউ ইয়ার এর আনন্দে এখন থেকে নানা উৎসবের পরিকল্পনা নিয়ে মেতে উঠেছে সারা বিশ্ব। সময় কারো জন্য বসে থাকে না সময় সময়ের গতিতে চলতেই থাকে। আর এভাবেই বহমান নদীর মত দিনের পর দিন শেষ হয়ে আমাদের মাঝে চলে এসেছে নতুন বছর। আমরা সবাই নতুন বছরের আগমনে আনন্দে আত্মহারা। পুরনো কে ভুলে গিয়ে আমরা নতুন কে সাদরে আমন্ত্রণ জানাই।
আমরা সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর এই শুভেচ্ছা হোক এটায় যাতে আমরা পুরনো দিনের সমস্ত দুঃখ-বিদ্বেষ গ্লানি ভুলে গিয়ে নতুন ভাবে আমাদের জীবনের পথ চলা শুরু করতে পারি। নতুন বছরের সাথে সাথে আমাদের জীবন নতুন মোর নিক এই আমাদের সব সবার কামনা। নতুন বছরে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে যাতে সাজাতে পারি এটি আমাদের সবার দোয়া এবং প্রার্থনা।
হ্যাপি নিউ ইয়ারের ইতিহাস পর্যালোচনা
হ্যাপি নিউ ইয়ারের ইতিহাস পর্যালোচনা বা কিভাবে আসলো এটি আপনি কি জানতে চাচ্ছেন? তাহলে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা আপনাদের মাঝে হ্যাপি নিউ ইয়ার কিভাবে কেন আসলো কারা এটি পালন করা শুরু করল কারা সবকিছু আলোচনা করব। তাই জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। চলুন এবার এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
আরো পড়ুনঃ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস
আমরা যতগুলো উৎসব পালন করি তার মধ্যে সবচেয়ে পুরনো উৎসব হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। এটি সম্পর্কে জানতে হলে আমাদেরকে মেসোপটিমিয় সভ্যতার যুগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। মেসোপটেমিয়ার সভ্যতা চারটি যুগে বিভক্ত। আর এই চার যুগের দ্বিতীয় যুগ অর্থাৎ ব্যবিলনীয় সভ্যতা। মূলত ব্যবিলনীয় সভ্যতার যুগের নিউ ইয়ার পালন করা শুরু হয়।
কিন্তু তারা জানুয়ারি মাসের প্রথম দিনকে নিউ ইয়ার পালন করত না তারা পালন করতো বসন্তের প্রথম দিনকে নিউ ইয়ার। কারণ এই যুগে ক্যালেন্ডারের প্রচলন ছিল না। এই যুগের মানুষেরা চাঁদ দেখে তিন মাস বছর গণনা করতো। এবং চাঁদ দেখেই সকল উৎসব উদযাপন করতো। এই সভ্যতার পরে রোমান সভ্যতায় নিউইয়র্ক পালন করা হতো পহেলা মার্চকে।
রোমান সভ্যতায় ক্যালেন্ডারের প্রচলন ছিল। তবে তাদের ক্যালেন্ডার এ দুটি মাস ছিল না সেটি হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তাই তারা মার্চের প্রথম দিনকে নতুন বছর হিসেবে পালন করতো। এভাবে পালন করতে করতে একসময় নুমাপ্টিলাস নামের এক সম্রাট এই ক্যালেন্ডার বাকি দুটি মাসের যোগ করেন।
এরপর থেকে জানুয়ারি মাসের প্রথম দিন নিউ ইয়ার বলা হলেও তারা আগের মতই পহেলা মার্চ কে নিউই য়র্ক পালন করতো। কিন্তু জুলিয়াস সিজারের সময়কাল থেকে তিনি ঘোষণা করে দেন নিউ ইয়ার হবে জানুয়ারির প্রথম দিন। এবং সেইদিন থেকে আজ অব্দি ইংরেজি নতুন বছর পালন করা হয় জানুয়ারি মাসের প্রথম দিনকে।
২০২৫ ইংরেজি নতুন বছর উদযাপন
২০২৫ ইংরেজির নতুন বছর। এই নতুন বছর বাঙালির জীবনের একটি অন্যতম অধ্যায়। নতুন বছর প্রত্যেক বাঙালির জীবনে একটি আনন্দের দিন উৎসবের দিন। এ দিনকে ঘিরে প্রত্যেক বাঙালি নানা ধরনের পরিকল্পনা করে থাকে। কে কিভাবে এই নতুন বছরটি উদযাপন করবে এসব নিয়ে। শুধু আমরা বাঙালি নয় বাঙালির যাতে সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটি দেশ অর্থাৎ সারা বিশ্বজুড়ে এই দিনটিকে ঘিরে রয়েছেন নানা পরিকল্পনা।
বিশ্বের উন্নত দেশগুলোতে প্রত্যেক বছর হ্যাপি নিউ ইয়ার অনেক জাঁকজমক ভাবে পালন করা হয়। একইভাবে বাংলাদেশেও প্রত্যেক বছর হ্যাপি নিউ ইয়ার অনেক জাঁকজমক ভাবে পালন করা হয়। নতুন বছরের আনন্দ উদযাপনের শহরের মানুষরা একভাবে নতুন বছরকে আমন্ত্রণ জানায় এবং উদযাপন করে। তবে শহরের থেকে গ্রামের মানুষেরা যে পিছিয়ে পড়বে তেমনটা নয়।
বর্তমান যুগ আধুনিকতার যুগ তাই শুধু শহরেই নয় শহরকে ছাপিয়ে গ্রাম্য এখন হ্যাপি নিউ ইয়ার যথেষ্ট জমজমক ভাবে উদযাপন করে থাকে। আমি একজন গ্রামের মানুষ। আজকে আমি আপনাদের মাঝে গ্রামে কিভাবে নতুন বছর উদযাপন করা হয় সেটি জানাবো। গ্রামের মানুষ শহরের মানুষের মধ্যে তথ্য প্রযুক্তির সাথে পরিচিত। এবং তারাও শহরের মানুষের সাথে তাল মিলিয়ে সব ধরনের কাজ করতে সক্ষম। এখন গ্রামও অনেক উন্নত। শহরের মানুষেরা নতুন বছরের আনন্দ হয়তো বড় বড় রেস্টুরেন্ট দামি গাড়িতে চড়ে লং ড্রাইভ করা বন্ধুদের সাথে পার্টি করা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু গ্রামে হয়তো এরকম রেস্টুরেন্ট নেই কিন্তু গ্রামের মানুষেরা বাড়ির আঙিনায় পুরো মহল্লার মানুষকে নিয়ে পিকনিক করে সবাই মজা করে নতুন বছরকে উদযাপন করে। গ্রামে গ্রামে আনন্দ উৎসবের জন্য গান বাজনা নাটক কবিতা আবৃতি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবং সেই সাথে গ্রামের মসজিদ মন্দির ধর্মীয় উপাসনালয় গুলোতে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হয়। যাতে করে পুরনো দিনের সমস্ত হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই একে অপরের সহযোগী ও বন্ধু হয়ে পাশে দাঁড়াতে পারি। এবং দেশ ও জাতির উন্নয়নে একসাথে কাজ করতে পারি। আর এভাবে আমরা গ্রামের মানুষেরা সকল উৎসব পালন করি। এখন গ্রামের মানুষেরা অনেক সচেতন ও উদ্যমী।
হ্যাপি নিউ ইয়ার ২০২৫ এর শুভেচ্ছা বার্তা
হ্যাপি নিউ ইয়ার কে সামনে রেখে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত শুভেচ্ছা বার্তার আদান প্রদান করা হয়। আগের যুগে মানুষেরা বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে নিজের হাতে লিখে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাত। কিন্তু বর্তমান যুগ আধুনিক যুগ আর এই আধুনিক যুগে প্রযুক্তির মাধ্যমে যেকোনো ধরনের উৎসবকে কেন্দ্র করে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
আরো পড়ুনঃ ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার
আর এই মাধ্যমগুলো হল মোবাইলে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, messenger ইত্যাদি। নিউ ইয়ার উপলক্ষে আমরা অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকি। আর এর শুভেচ্ছা বার্তা হোক আকর্ষণীয় তাই আমরা আপনাদের জন্য কিছু আকর্ষণীয় শুভেচ্ছা বার্তা উল্লেখ করলাম।
১। সুখের স্মৃতি রেখ মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপনজনে হ্যাপি নিউ ইয়ার।
২।মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য তোমার চোখে সবাই মিলে থেকো সুখে হ্যাপি নিউ ইয়ার।
৩। বছর শেষে স্মৃতিগুলো বলল ভালবেসে, একটি বছর পেরিয়ে গেলে মনের ক্যানভাসে, হ্যাপি নিউ ইয়ার।
৪। নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, আমি আর আসবো না ফিরে আমায় মনে রেখো, তবুও যদি ভীষণভাবে মনে পড়ে আমায়, ডাক দেয় মনে মনে আসবে তোমার স্মৃতি রঙিনায়, হ্যাপি নিউ ইয়ার।
৫। ভালো দেখে সুখে থেকো এটাই আমি চাই, নতুন বছর দিয়ে গেলাম তোমায় দু চোখের পাতায় হ্যাপি নিউ ইয়ার।
৬। নিউ ইয়ার দিচ্ছে উঁকি, আর মাত্র কিছুদিন বাকি, গাছে গাছে উঁচু পাখি, বন্ধু তুমি বলে রাখি হ্যাপি নিউ ইয়ার।
৭। নিত্য পোশাক নিত্য সাজ, নতুন বছর শুরু আজ, মিষ্টি মন মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই তোমায় রাশি রাশি। হ্যাপি নিউ ইয়ার।
৮। । মিষ্টি হাসি বৃষ্টির চোখ, সকলের স্বপ্ন সত্যি হোক, জানাই সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার।
৯। ডিগ দিগন্তে ছড়িয়ে শুধু ভালোবাসা, নতুন বছরের পূর্ণ হোক তোমার মনের আশা হ্যাপি নিউ ইয়ার।
১০। নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরে ভালো কিছু কাজ
২০২৪ সাল পেরিয়ে আসছেন নতুন একটি বছর ২০২৫। নতুন বছরের শুরুতে যেমন পরিকল্পনা নিয়ে থাকি কিভাবে নতুন বছরটিকে উদযাপন করব। কি কি অনুষ্ঠান করব কি ধরনের খাবার খাব কি ধরনের কাপড় পড়বো কি কি মজা করবো এই সমস্ত বিষয় নিয়ে। ঠিক তেমনি নতুন বছরকে ঘিরে আমাদের যত মজার পরিকল্পনা থাকে তার সাথে আমরা নতুন নতুন কিছু ভালো কাজের পরিকল্পনা করতে পারি।
এই ভালো কাজের পরিকল্পনা গুলো আমাদের ভবিষ্যৎ এবং আমাদের জীবনকে করে তুলবে শান্তিময় ও আলোকৃত। আমরা যদি এই নতুন দিনে বছরের শুরুতে দিনের শুরুতে যাতে যতটুক সমর্থ্য রয়েছে তারা যদি গরিবদের পাশে এসে দাঁড়াই তাদের কর্মের ব্যবস্থা করে দেই তাহলে তারা একটি কর্মময় জীবন পাবে এবং সম্মানের সাথে বাঁচতে পারবে। নতুন বছরের নতুন দিনে এই মহৎ কাজটি দিয়ে আমাদের নতুন অধ্যায় শুরু করতে পারি।
আমরা এই দিনে নানা ধরনের ব্যান্ড পার্টি করে থাকি। এগুলো না করে যদি আমরা একটি গ্রুপ করে বা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে পথচারী শিশুদের জন্য সংস্থা তৈরি করতে পারি এটি হতে পারে একটি মহৎ কাজ। এই দিনে আপনি আজেবাজে কাজে সময় নষ্ট না করে যদি একটি গাছ লাগান তাহলে এটি একটি ভালো কাজের লিস্টে থাকবে। একটি গাছ একটি সুন্দর পৃথিবী দিতে পারে।
এই দিনে আমরা নতুন বছরকে ঘিরে দোয়া প্রার্থনার পাশাপাশি বৃদ্ধাশ্রমে মানুষের জন্য কিছু করা এবং তাদেরকে বিনোদন দেয়ার জন্য ব্যবস্থা করতে পারি। আমরা চাইলে যেকোনো ধরনের ভালো কাজের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারি। যাতে এই সম্পর্ক হয়ে ওঠে আমাদের ভবিষ্যতের বন্ধু। আমরা সবাই মানুষ আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
তাই নতুন বছরের এই দিনে আমাদের প্রতিজ্ঞা এটাই হবে প্রতিদিন একটা করে ভালো কাজের সাথে নিজেকে জড়িত করা। যাতে আমি আপনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেও আমাদের অস্তিত্বটা যেন সবাই মনে রাখে এবং এটি দেখে অন্যরাও ভালো কাজের প্রতি ইন্সপায়ার হয়। আসুন আমরা ২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে ভালো কাজের আহ্বান জানাই। এটাই হোক নতুন বছরের প্রতিজ্ঞা।
২০২৫ নতুন বছর নিয়ে লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকে আমি আপনাদের কাছে ২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও কৌশল বিনিময়ে সম্পর্কে আলোচনা করেছি। ২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হোক আমাদের জীবনের সবচাইতে আকর্ষণীয় বিনিময় প্রথা। এই নতুন বছরের বিনিময় প্রথা হোক নতুন জীবনের গঠনের অন্যতম প্রয়াস। ২০২৫ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা মাধ্যমে আমরা পুরনো দিনের সকল ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে সবাই সবার আন্তরিকতার হাত বাড়িয়ে দিই।
এবং সবাই ভালো কাজের প্রতি আগ্রহী হয়। এই হোক আমাদের প্রয়াস এই হোক আমাদের লক্ষ্য। আশা করি আমার এই পোস্টে পড়ে আপনার ভালো লাগবে। পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
রিজু ওয়েবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url